কুষ্টিয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার, ২ কারখানা মালিককে জেল জরিমানা
কুষ্টিয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির দায়ে কারখানার দুই মালিককে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাতে জেলখানা মোড় এলাকার প্যামপাস এগ্রো অ্যান্ড লজিস্টিক লিমিটেড নামের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার ও বেশ কিছু মাস্ক জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযোগ আছে, কোন রকম অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি দেশের নামকরা একটি প্রতিষ্ঠানের হ্যান্ড স্যানিটাইজারের উপাদান নকল করে হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করে আসছিল।
কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
Comments