সাতক্ষীরায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ ও ছাত্রলীগ
সাতক্ষীরায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলো যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বকচরা, আলীপুরসহ বিভিন্ন বিলে তারা ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।
এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল সেখানে উপস্থিত হয়ে তাদের এ কাজে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে যখন ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে, ঠিক তখনই যুবলীগ ও ছাত্রলীগের এই কার্যক্রম খুবই প্রশংসনীয়।’
ধান কাটা কার্যক্রমে অংশ নেন, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি তানভির হোসেন সুজন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেনসহ শতাধিক নেতা-কর্মী।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় বোরো মৌসুমে চাষিদের মাঠ থেকে ধান কেটে বাড়িতে তুলে দেওয়ার জন্য তারা এই কার্যক্রম শুরু করেছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য জি.এম. পারভেজের নেতৃত্বে সদর উপজেলার আলীপুরে ছাত্রলীগ ও যুবলীগের আরেকটি দল কৃষক সোবহান গাজীর ১২ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
সেখানে অংশ নেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল হক, সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
গতকাল বুধবার কালীগঞ্জ ছাত্রলীগের নেতা শেখ রাসেলের নেতৃত্বে ১২জন নেতা-কর্মী উপজেলার শীতলপুর গ্রামের কৃষক ঈমান আলীর ৫০ শতক জমির ধান কেটে বাড়ি তুলে দিয়ে আসেন। শেখ রাসেল বলেন, ‘কৃষক তাদের ডাকলেই তারা গিয়ে ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়ে আসবেন।’
Comments