শীর্ষ খবর
করোনায় ব্যতিক্রমী উদ্যোগ

১৭০৪ জন সন্তানসম্ভবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য দিলেন এমপি শেখ তন্ময়

‘গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গিকার’। এই স্লোগান সামনে রেখে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এক হাজার ৭০৪ জন সন্তানসম্ভবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সন্তানসম্ভবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবি: স্টার

‘গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গিকার’। এই স্লোগান সামনে রেখে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এক হাজার ৭০৪ জন সন্তানসম্ভবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকার মায়েদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে দুই ডজন ডিম, কালোজিরা, মাদার হরলিক্স, গুড়ো দুধ, ডাল ও আলু।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, ‘প্রত্যেক সন্তানসম্ভবা মায়ের পুষ্টির কথা চিন্তা করে তাদের সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। এজন্য বাগেরহাটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। করোনাভাইরাসের প্রভাব শুরু হওয়া পর থেকেই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। অসহায় কর্মহীন মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, ভ্রাম্যমান মেডিকেল টিমের মাধ্যমে বাড়ি বাড়ি চিকিৎসা সেবা দেওয়াসহ নানা উদ্যোগ নিয়েছে তিনি।’

সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন মিয়া বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বাগেরহাট সদর উপজেলায় ১১৭৯ জন এবং কচুয়া উপজেলায় ৫২৫ জন সন্তানসম্ভবা মায়েকে পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক মায়ের জন্য আমরা একমাসের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেছি।’

খাদ্য সামগ্রী বিতরণের সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এ্যাড. চয়ন ও এইচএম শাহিন মিয়া, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

5h ago