চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শনিবার চালু হবে আইসিইউ
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শনিবার থেকে চালু হবে আইসিইউ সুবিধা। করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত এই হাসপাতালে ইতোমধ্যেই ১০টি আইসিইউ বেড ও ভেন্টিলেটর সংযোজনের কাজ সম্পন্ন হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, আশা করছি আগামী শনিবার হাসপাতালের আইসিইউ চালু করতে পারব।
বেশিরভাগ কোভিড রোগী শ্বাসকষ্ট জনিত সমস্যায় মারা যান। তাই কোভিড হাসপাতালে আইসিইউ সুবিধা থাকা আবশ্যক বলে মনে করেন বিশেষজ্ঞরা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড রোগীদের চিকিৎসার ফোকাল পারসন ডা. জামাল মোস্তফা বলেন, এই মুহূর্তে ২৫ জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি আছেন। এরই মধ্যে আট জন এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, আইসিইউ চালানোর জন্য ইতিমধ্যে আমরা প্রয়োজনীয় ডাক্তার ও লোকবল নিয়োগ দিয়েছি।
Comments