‘নেইমারের মধ্যে নেতৃত্বগুণ নেই’, বললেন সাবেক সতীর্থ

নেইমারের সঙ্গে ব্রাজিলের হয়ে খেলা ডিফেন্ডার রাফায়েল মনে করেন, পিএসজি তারকার আসলে নেতৃত্বগুণেই ঘাটতি আছে। নেইমার যদি নিজেকে বদলাতে পারেন তবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিততে পারে কাতার বিশ্বকাপ।
neymar
নেইমার। ছবি: এএফপি
 
গত দুটি বিশ্বকাপে ব্রাজিলের বড় আশার নাম ছিলেন নেইমার। ২০১৪ সালে ঘরের মাঠে হতাশার পর ২০১৮ সালে নেইমারের নেতৃত্বেই রাশিয়াতে ধাক্কা খায় ব্রাজিলের হেক্সা জেতার মিশন। নেইমারের সঙ্গে ব্রাজিলের হয়ে খেলা ডিফেন্ডার রাফায়েল মনে করেন, পিএসজি তারকার আসলে নেতৃত্বগুণেই ঘাটতি আছে, সমস্যা আছে মাঠের বাইরের আচরণে। নেইমার যদি নিজেকে বদলাতে পারেন তবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিততে পারে কাতার বিশ্বকাপ।
 
২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এখনো শুরুই হয়নি। তবে সবগুলো বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিলকে নিশ্চিতভাবে কাতারে খেলতে দেখার পাশাপাশি কাপ জিততেও দেখছেন রাফায়েল। কিন্তু সেটা হতে হলে ইতিবাচক বদল দরকার দলের সেরা তারকা নেইমারের।

 

নেইমারের মতো ফরাসী লিগ ওয়ানে লিঁওর হয়ে খেলা রাফায়েল মনে করেন মাঠের বাইরের কিছু ব্যাপার ঠিক করতে হবে ব্রাজিল সুপারস্টারকে, ‘নেইমারকে আমাদের দরকার, এটা সত্যি তাকে আমাদের অনেক দরকার। কিন্তু তাকে মাঠের বাইরের অনেক কিছু উন্নতি করতে হবে। যা একজন ফুটবলারের জন্য গুরুত্বপূর্ণ।’

‘মাঠে সেরাটা দেওয়ার জন্য মাঠের বাইরে অনেক কিছু উন্নতি করতে হবে। এটা করতে পারলে আমাদের জেতার সুযোগ বেড়ে যাবে।’

২০১২ লন্ডন অলিম্পিকে নেইমারের সঙ্গে ব্রাজিল দলে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় রাফায়েল। এরপর নানান সময়ে নেইমারকে যতটুকু দেখছেন তাতে তার মনে হয়েছে নেতৃত্বগুণ নেই তারকা ফরোয়ার্ডের। এমনকি খেলায় পুরো মনযোগীও না তিনি, ‘নেইমার নেতা নয়। আমার মনে হয় না সে নেতা।  সে মনোযোগ দিতে পারলে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে।’

‘একজন ফুটবলারের প্রথম পছন্দ হওয়া উচিত ফুটবল। কিন্তু নেইমারের চারপাশে অনেক কিছু ঘুরছে। সে হয়ত ভাবে খেলা নিয়ে অতো কিছু ভাবার দরকার নেই। কিন্তু ভাবা আসলে দরকার।’

নিজেকে ঠোঁটকাটা অবিহিত করে রাফায়েল বলেন নেইমারের আচরণের উপর নির্ভর করছে কাতার বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নও,  ‘মানুষ অনেক সময় সত্যিটা শুনতে পছন্দ করে না। কিন্তু আমি সত্যিটা বলি। মানুষ চায় আপনি বলেন, “আপনি জাদু দেখাচ্ছেন, দারুণ করছেন” এসব। কেবল ভালোটা শুনতে চায়। কিন্তু বাস্তবতা এমন না। নেইমারের আরও বেশি উপদেশ শোনা দরকার। যদি সে পরামর্শ মেনে চলে তাহলে ব্রাজিলকে ঠেকাতে পারবে না কেউ।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago