‘নেইমারের মধ্যে নেতৃত্বগুণ নেই’, বললেন সাবেক সতীর্থ
নেইমারের মতো ফরাসী লিগ ওয়ানে লিঁওর হয়ে খেলা রাফায়েল মনে করেন মাঠের বাইরের কিছু ব্যাপার ঠিক করতে হবে ব্রাজিল সুপারস্টারকে, ‘নেইমারকে আমাদের দরকার, এটা সত্যি তাকে আমাদের অনেক দরকার। কিন্তু তাকে মাঠের বাইরের অনেক কিছু উন্নতি করতে হবে। যা একজন ফুটবলারের জন্য গুরুত্বপূর্ণ।’
‘মাঠে সেরাটা দেওয়ার জন্য মাঠের বাইরে অনেক কিছু উন্নতি করতে হবে। এটা করতে পারলে আমাদের জেতার সুযোগ বেড়ে যাবে।’
২০১২ লন্ডন অলিম্পিকে নেইমারের সঙ্গে ব্রাজিল দলে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় রাফায়েল। এরপর নানান সময়ে নেইমারকে যতটুকু দেখছেন তাতে তার মনে হয়েছে নেতৃত্বগুণ নেই তারকা ফরোয়ার্ডের। এমনকি খেলায় পুরো মনযোগীও না তিনি, ‘নেইমার নেতা নয়। আমার মনে হয় না সে নেতা। সে মনোযোগ দিতে পারলে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে।’
‘একজন ফুটবলারের প্রথম পছন্দ হওয়া উচিত ফুটবল। কিন্তু নেইমারের চারপাশে অনেক কিছু ঘুরছে। সে হয়ত ভাবে খেলা নিয়ে অতো কিছু ভাবার দরকার নেই। কিন্তু ভাবা আসলে দরকার।’
নিজেকে ঠোঁটকাটা অবিহিত করে রাফায়েল বলেন নেইমারের আচরণের উপর নির্ভর করছে কাতার বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নও, ‘মানুষ অনেক সময় সত্যিটা শুনতে পছন্দ করে না। কিন্তু আমি সত্যিটা বলি। মানুষ চায় আপনি বলেন, “আপনি জাদু দেখাচ্ছেন, দারুণ করছেন” এসব। কেবল ভালোটা শুনতে চায়। কিন্তু বাস্তবতা এমন না। নেইমারের আরও বেশি উপদেশ শোনা দরকার। যদি সে পরামর্শ মেনে চলে তাহলে ব্রাজিলকে ঠেকাতে পারবে না কেউ।’
Comments