মানবদেহে করোনা ভ্যাকসিন পরীক্ষা শুরু করেছে যুক্তরাজ্য

মানবদেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। আজ, বৃহস্পতিবার থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের বিজ্ঞানীদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনটির ট্রায়াল শুরু হয়েছে।
ছবি: রয়টার্স

মানবদেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। আজ, বৃহস্পতিবার থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের বিজ্ঞানীদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনটির ট্রায়াল শুরু হয়েছে।

সিএনএন জানায়, এর আগে ভ্যাকসিন আবিষ্কারের না হওয়া পর্যন্ত প্রায় এক বছর সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল ব্রিটিশ সরকার। ইংল্যান্ডের শীর্ষ মেডিকেল কর্মকর্তা ক্রিস উইটি বলেছেন, এই পরীক্ষা সফল হলে আগামী বছরের যেকোনো সময় ভ্যাকসিন হাতে পাওয়া যাবে।

ক্রিস বলেন, ‘তবুও আমি মনে করি, আমাদের সর্তক থাকা প্রয়োজন। জীবন বাঁচানোর জন্য আমাদের এখন সামাজিক দূরত্বের নিয়মের উপরই নির্ভর করতে হবে।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক সারাহ গিলবার্ট টাইমস অব লন্ডনকে জানান, এই ভ্যাকসিনের কার্যকারিতার নিয়ে তিনি ৮০ ভাগ আত্মবিশ্বাসী। সেপ্টেম্বরের মধ্যে এটি প্রস্তুত হতে পারে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাকসিন ৩২০ জনেরও বেশি মানুষের উপর প্রয়োগ করে দেখা গেছে তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন। তবে শরীরের তাপমাত্রা বৃদ্ধি, মাথা ও ঘাড়ে ব্যথার মতো কিছু মৃদু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা গেছে।

করোনা মহামারি ঠেকাতে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টায় সামনের সারিতে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজ।

এ নিয়ে মানবদেহে তিন ধরনের করোনা ভ্যাকসিনের পরীক্ষা হলো। এর আগে চীন ও যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে।

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

46m ago