চট্টগ্রামে নাতনীর সামনে স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী মো. মুছাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের বরাত দিয়ে নগর পুলিশের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার রাইসুল ইসলাম জানান, ‘আটক মুছা গত বছর একটি হত্যা মামলায় সাজা খেটে কারাগার থেকে বের হন। তার দুই ছেলে ও এক মেয়ে। গতকাল সকালে পাঁচ বছরের নাতনীর সামনে মশলা বাটার পাটা দিয়ে স্ত্রী জোসনা বেগম লিজা (৪২) কে মুছা হত্যা করেন বলে জানা যায়। বাচ্চাটি কান্নাকাটি করলে তাকেও বাথরুমে আটকে সে পালিয়ে যায়।’
বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে নিহতের ছেলে দুপুরে খেতে এলে মাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। পরে কান্নাকাটি শুনে সে তার ভাগ্নিকে বের করে। স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে জোসনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঘটনার পরপরই পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে এবং ছদ্মবেশে বাকলিয়ায় ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে মুছাকে আটক করে, বলে জানিয়েছেন ওসি নেজাম।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পরিবার।
কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশন সংলগ্ন ফুটপাতে সিআরবির জ্যেষ্ঠ বাজেট কর্মকর্তা মো. আব্দুল হাই মজুমদার (৫৬) কে ছিনতাইকালে ছুরিকাঘাতে হত্যার দায়ে ১০ বছর হাজতবাস শেষে ১৪ মাস আগে ছাড়া পায় মুছা, জানান ওসি।
Comments