অভাবের তাড়নায় সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দত্তক দিলেন মা
কক্সবাজারে দরিদ্রতার কারণে সদ্য ভূমিষ্ঠ শিশুকে দত্তক দিলেন মা। লিখিত দত্তকনামার মাধ্যমে ওই শিশুকে দত্তক নিলেন জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালের নার্স।
কক্সবাজার পৌর এলাকার উত্তর নুনিয়াছড়া সংলগ্ন টুইটটা পাড়ার বাসিন্দা মরিয়ম বেগম (২৮) গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। এরপর, অভাবের কারণে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওই হাসপাতালের এক নার্সের হাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে তুলে দেন তিনি।
লিখিত দত্তকনামার মাধ্যমে গতকালই শিশুটিকে দত্তক নিলেন ওই নার্স। সন্তান প্রসবের জন্য ওই হাসপাতালে মরিয়মের চিকিৎসার যাবতীয় খরচও বহন করছেন তিনি।
মরিয়মের মা ছকিনা খাতুন বলেন, ‘আমরা হতদরিদ্র মানুষ। পরিবারে উপার্জন করার মতো কেউ নাই। আমি ও আমার মেয়ে অন্যের বাসায় কাজ করে কোনো রকমে দিন কাটাই। করোনার কারণে এখন কাজও নাই। মরিয়মের স্বামী রফিক পাঁচ মাস আগে তার নিজ বাড়ি কুষ্টিয়ায় কাজের উদ্দেশে গেছে। তাদের ১০ বছরের একটা ছেলেও আছে।’
তিনি আরও বলেন, ‘মেয়ের সন্তান প্রসবের খরচও ছিল না। আজকে জন্ম নেওয়া শিশুটাকে তাই বাধ্য হয়ে দত্তক দিয়েছি।’
দত্তক নেওয়া নার্সের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কিছু বলতে রাজি হননি। তবে, কন্যা শিশুটির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
Comments