চাঁদপুরে মারা যাওয়া ব্যক্তির শ্যালিকা করোনা আক্রান্ত

স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুর সদরের রামপুর এলাকায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ বছরের এক ব্যক্তি মারা গেছেন। তার শ্যালিকাও করোনায় আক্রান্ত হয়েছেন। মারা যাওয়া ব্যক্তির শ্বশুরও আগে থেকেই করোনা আক্রান্ত ছিলেন। এ নিয়ে ওই পরিবারের ৯ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত করা হলো।

আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ নিয়ে চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ জনে দাঁড়ালো। মারা যাওয়া ব্যক্তির শ্বশুর সদর হাসপাতালের আইসোলেশনে ও তার শ্যালিকা বাড়িতে আছেন।’

চাঁদপুরে করোনায় আক্রান্তদের মধ্যে আরও ২ জন সুস্থ হয়ে উঠেছেন। এদের মধ্যে একজন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এবং অপরজন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট।

ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার পরে তাদের দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। সুস্থ হওয়া চিকিৎসককে বাড়িতে পাঠানো হয়েছে। তবে, টেকনোলজিস্ট আরও একবার পরীক্ষার পর নেগেটিভ এলে তাকেও হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

Now