চিলমারীতে নারায়ণগঞ্জ ফেরত যুবক করোনা আক্রান্ত

কুড়িগ্রামের চিলমারীতে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টসকর্মীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। আজ ২৪ এপ্রিল ওই যুবকের রিপোর্ট পজেটিভ আসে।’
আজ সিভিল সার্জন কার্যালয়ে ৩১ টি নমুনার ফলাফল এসেছে। এরমধ্যে নতুন করে এক জন শনাক্ত হয়েছেন এবং বাকি ৩০ টি নমুনা নেগেটিভ এসেছে। আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার থানাহাট ইউনিয়নের মাঁচাবান্দা গ্রামে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ জনে। এরমধ্যে রৌমারী উপজেলায় তিন জন, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর এবং চিলমারী উপজেলার এক জন আছেন।
Comments