ফরিদপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বজ্রপাতে মারা গেছেন দুই কৃষক।

আজ শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গার শেষ মাথা ও পাশের মাথাভাঙ্গা চরে এ ঘটনা ঘটে।

ওই দুই কৃষকই গরু চড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

মাথাভাঙ্গার শেষ মাথা নামকস্থানে মারা যান জয়নাল মোল্লা (৩৯) নামে এক কৃষক। তিনি পাশের সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের রেহাই রামনগর গ্রামের বাসিন্দা খালেক মোল্লার ছেলে। জয়নাল মোল্লা বিবাহিত এবং তিন মেয়ে ও এক ছেলের বাবা।

অপরদিকে, একই সময় মাতাভাঙ্গার চরে নিহত হন হাশেম মোল্লা (৬১) নামে এক কৃষক। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের সবুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত তনু মোল্লার ছেলে। তিনি বিবাহিত এবং চার মেয়ের বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ‘ওই দুই কৃষকই গরু চড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।’

তিনি জানান যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই দুই পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা তুলে দিয়েছেন।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

18h ago