৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ

করোনা সংক্রমণ প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবিলায় আগামী ৫ মে পর্যন্ত দেশব্যাপী গণপরিবহন বন্ধ থাকবে।
ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ প্রতিরোধ ও পরিস্থিতি মোকাবিলায় আগামী ৫ মে পর্যন্ত দেশব্যাপী গণপরিবহন বন্ধ থাকবে।

আজ শুক্রবার সড়ক ও পরিবহন বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশব্যাপী সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই প্রেক্ষিতে ৫ মে পর্যন্ত দেশব্যাপী গণপরিবহন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, জরুরি পরিষেবা, খাদ্যদ্রব্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ঔষধ, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

পণ্যবাহী এসব যানবাহনে যাত্রী বহন করা যাবে না বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago