ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসক ও নার্সসহ ১৯ জন করোনা আক্রান্ত

ছবি সংগৃহীত

ময়মনসিংহ জেলায় নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ছয় চিকিৎসক, সাত নার্স ও স্টাফসহ ১৯ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

আজ শুক্রবার ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. মো. মশিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়, এরমধ্যে ২৪ জনের করোনা পজিটিভ হয়। বাকী চারজন জামালপুর জেলার।

এ নিয়ে ময়মনসিংহ বিভাগের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। আর ময়মনসিংহ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬।

এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের ১২ জন চিকিৎসক ও ১২ জন নার্সসহ জেলায় মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মী আছেন ৫৮ জন।

Comments

The Daily Star  | English

BNP at 47: Caught between prospects and perils

The BNP has survived Sheikh Hasina’s 15-year rule, during which over a million cases were filed against its leaders and activists for trying to launch street agitations demanding elections under a non-partisan government. Thousands were jailed, including Chairperson Khaleda Zia and other top leaders.

12h ago