ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসক ও নার্সসহ ১৯ জন করোনা আক্রান্ত

ছবি সংগৃহীত

ময়মনসিংহ জেলায় নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ছয় চিকিৎসক, সাত নার্স ও স্টাফসহ ১৯ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

আজ শুক্রবার ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. মো. মশিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়, এরমধ্যে ২৪ জনের করোনা পজিটিভ হয়। বাকী চারজন জামালপুর জেলার।

এ নিয়ে ময়মনসিংহ বিভাগের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। আর ময়মনসিংহ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬।

এরমধ্যে ময়মনসিংহ মেডিকেলের ১২ জন চিকিৎসক ও ১২ জন নার্সসহ জেলায় মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মী আছেন ৫৮ জন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago