অ্যাম্বুলেন্সসহ ৫টি গাড়ি পেল পিরোজপুর স্বাস্থ্য বিভাগ
করোনা দুর্যোগের সময় একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ও সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য ৪ টি গাড়ি পেয়েছে পিরোজপুর স্বাস্থ্য বিভাগ।
আজ শনিবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম গাড়িগুলো পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকীর কাছে হস্তান্তর করেন।
মন্ত্রী বলেন, ‘সরকার স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে এখনও দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’
সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, দুর্যোগের সময় গাড়িগুলো স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে আরও বেগবান করবে।
অ্যাম্বুলেন্সটি পিরোজপুর জেলা হাসপাতালের জন্য এবং অন্য ৪ টি গাড়ি পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ এবং কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের জন্য ব্যবহার করা হবে।
Comments