উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, মূল্য তালিকা সংরক্ষণ না করা ও করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে না চলায় উখিয়ার কিছু বাজার থেকে ১ লাখ ১৫ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দিনব্যাপী উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিকারুজ্জমান চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত এদিন উখিয়ার কোর্টবাজার, সোনারপাড়া, নিদানিয়া, ইনানী, দারোগা বাজার ও পালংখালী বাজারে অভিযান চালায়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিকারুজ্জমান চৌধুরী বলেন, ‘পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে, ভোক্তা-ক্রেতাদের স্বার্থ নিশ্চিত করতে এবং করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।’
Comments