চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ‘জীবাণুমুক্তকরণ গেট’ বানালো রেলওয়ে পুলিশ
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, ও অন্যান্য কর্মচারীদের জন্য একটি জীবাণুমুক্তকরণ গেট বানিয়ে দিয়েছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।
আজ শনিবার থেকে এই গেট চালু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার নাথ বলেন, ‘এই বিশেষ চেম্বার আমাদের ডাক্তার ও অন্যান্য মেডিক্যাল স্টাফদের আরও বেশি অনুপ্রাণিত করবে এবং নিরাপত্তা দিতে সাহায্য করবে।’
ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) আর্থিক ও কারিগরি সহায়তা চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজ ভুইয়ার উদ্যোগে এই গেট বানানো হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে থানার ওসি মুস্তাফিজ ভুইয়া বলেন, ‘হাসপাতালের কর্মীরা ঝুঁকি নিয়ে কোভিড-১৯ রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের পুরো শরীর জীবাণুমুক্ত করার বিশেষ চেম্বারের সুবিধা দরকার ছিল, বিষয়টি জানতে পরে আমি বিএসআরএমের সাথে যোগাযোগ করলে তারা এই বিষয়ে আগ্রহী হয় এবং এটির কাজ শুরু করেন।’
Comments