‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানে কণ্ঠ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে বিশ্বকে সংহতির বার্তা দিতে স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানের একটি মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
ছবি: ইউএনবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে বিশ্বকে সংহতির বার্তা দিতে স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানের একটি মিউজিক ভিডিওতে কণ্ঠ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

জাতিসংঘের ২৬ জন প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রদূতের সঙ্গে কণ্ঠ মেলানো পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।

করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্ব নজিরবিহীন সংকটে পড়েছে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সমগ্র বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত। এই বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর দেশসমূহের সঙ্গে সমন্বয় করে এ সমস্যা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তির বছরে এই সংকটময় মুহূর্তে এ সংস্থার বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানের মাধ্যমে এ সমস্যা মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা পৃথিবীকে করোনামুক্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এ গানটি উৎসর্গ করা হয়েছে।

এছাড়া এ গানের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় ‘সলিডারিটি রেসপন্স ফাণ্ডে’ অনুদান প্রদানকে উৎসাহিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেসপন্স ফান্ডে অনুদানকে উৎসাহিত করতে চায় জাতিসংঘ। আর এরই অংশ হিসেবে ভিন্নধর্মী এ মিউজিক ভিডিওর আয়োজন করেছেন তারা।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka dwellers continues to deplete at a dramatic rate and may disappear far below the ground.

7h ago