হবিগঞ্জে ৪ ম্যাজিস্ট্রেটসহ ২০ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জে চার ম্যাজিস্ট্রেটসহ ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের এক চিকিৎসক, নার্স ও ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি জানান, ৪৮টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল, যার মধ্যে ২০ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, একজন নার্স ও ৯ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
এদের মধ্যে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হবিগঞ্জ সার্কিট হাউজে আইসোলেশনে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আর বাকিদের নিজ নিজ বাসায় সেলফ আইসোলেশনে রাখা হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
তিনি আরও জানান, ‘যেহেতু হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ও সেবিকাসহ ১১ স্বাস্থ্যকর্মীর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে সেহেতু আগামী তিন দিন এই হাসপাতালে সীমিত আকারে সেবা কার্যক্রম পরিচালনা করা হবে এবং হাসপাতালে জীবাণুমুক্ত কার্যক্রম চলবে।’
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে মঙ্গলবার আইইডিসিআর-এ ৪৮ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে শনিবার বিকালে ২০ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও পাঁচ জন নারী।
Comments