যশোরে আইসোলেশনে মারা যাওয়া ২ জন করোনা আক্রান্ত ছিলেন না

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই জন করোনায় আক্রান্ত ছিলেন না। এ ছাড়া, তাদের পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে, তাদের ফলও নেগেটিভ এসেছে।
Jessore Map
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই জন করোনায় আক্রান্ত ছিলেন না। এ ছাড়া, তাদের পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে, তাদের ফলও নেগেটিভ এসেছে।

আজ রোববার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাত ৯টার দিকে সর্দি, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে আসেন ঝিকরগাছা উপজেলার এক নারী। করোনা উপসর্গ থাকায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এরপর মৃত নারী ও তার পরিবারের আরও দুই জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। পরীক্ষায় তাদের কারো দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।

অন্যদিকে, গত ২৩ এপ্রিল রাত ১২টার দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গেলে চৌগাছা উপজেলার ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন ২৪ এপ্রিল ভোরে তার মৃত্যু হয়। এরপর মৃত ব্যক্তিসহ তার পরিবারের আরও তিন জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্যে পাঠানো হয়। পরীক্ষায় তাদের কারো দেহেও করোনার সংক্রমণ পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

2h ago