কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ রোববার ভোর রাত ৪টার দিকে।
ঘটনা নিশ্চিত করে উখিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ ইমদাদুল হক জানিয়েছেন অগ্নিকান্ডে ১৪টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ক্যাম্পের রোহিঙ্গারা যখন রমজানের সাহরীর জন্য ব্যস্ত ছিল, তখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সময় দোকানগুলো বন্ধ ছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানার জন্য তদন্ত করা হচ্ছে। দোকানগুলোর মালিক রোহিঙ্গারা। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।’
Comments