শরীয়তপুরে আরও ৭ করোনা রোগী শনাক্ত

Shariatpur-1.jpg

শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় আরও সাত জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ রবিবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল মধ্য রাতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে। ২৪ এপ্রিল নতুন সাত জন নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ালো। এদের মধ্যে গত ৪ এপ্রিল একজন মারা গেছেন।’

ডা. আব্দুর রশিদ বলেন, ‘নতুন আক্রান্ত ছয় জনের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাদের বাড়িতেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অন্য একজনকে বাড়িতে নাকি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

নড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘নড়িয়া উপজেলায় চার জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের বয়স ২২ থেকে ৪৩ বছরের মধ্যে। ১৭ বছর বয়সী এক তরুণী গত ২১ এপ্রিল শরীয়তপুরে আসেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। ১৯ এপ্রিল ২৫ বছর বয়সী এক নারী বাড়িতে আসেন। তিনি ঢাকার কেরানীগঞ্জে বসবাস করতেন। সম্প্রতি ৪৩ বছর বয়সী এক ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে আসেন। এই তিন জনের কারো করোনার উপসর্গ ছিল না। অন্য জেলা থেকে আসায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।’

তিনি আরও বলেন, ‘শরীয়তপুরের একটি কলেজের ছাত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। ২২ বছর বয়সী ওই তরুণী করোনায় আক্রান্ত— আমরা নিশ্চিত হয়েছি। তার ভাই সম্পতি ঢাকায় থেকে ফিরেছেন। তারও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।’

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাসুম মিয়া বলেন, ‘এই উপজেলায় ৩৮ বছর বয়সী এক নারী ও তার ১৭ বছর বয়সী ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান বলেন, ‘গত ২২ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এক পোশাক শ্রমিক জাজিরায় এসেছিলেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছে। তার বয়স ২১ বছর।’

আরও পড়ুন:

শরীয়তপুরে আরও ৩ করোনা রোগী শনাক্ত

Comments