শরীয়তপুরে করোনায় আরও ১ জনের মৃত্যু
শরীয়তপুরে ডামুড্যা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বিশাকুড়ি গ্রামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে শরীয়তপুরে করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হলো।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২২ এপ্রিল জানা যায় তিনি করোনায় আক্রান্ত। বাড়িতেই আসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার মা এবং স্ত্রীও করোনায় আক্রান্ত।’
‘করোনা ছাড়াও তার যকৃত সংক্রান্ত জটিলতা ছিল। কয়েক সপ্তাহ আগে তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) ভর্তি ছিলেন। সেখান থেকে চিকিৎসা নিয়ে ৬ এপ্রিল বাড়িতে আসেন’— বলেন শেখ মোহাম্মদ মোস্তফা।
এর আগে নড়িয়া উপজেলার করোনায় আক্রান্ত এক বৃদ্ধ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Comments