ঈদের আগে করোনামুক্তির জন্য রমজানে মুসলিমদের বেশি করে ইবাদতের আহ্বান মোদির

নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারি থেকে মুক্তিলাভের জন্য মুসলিম সম্প্রদায়কে রমজান মাসে আরও বেশি করে ইবাদত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘মুসলিমদের উচিত বেশি করে ইবাদত করা, যাতে ঈদের আগেই বিশ্ব করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়।’

এনডিটিভি জানিয়েছে, প্রতি মাসের শেষ রোববার বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। আজ ভাষণে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে কথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি নাগরিক এই যুদ্ধের যোদ্ধা। এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে লড়ছে। সবাই একে অপরকে সাহায্য করছে। মনে হচ্ছে দেশজুড়ে মহাযজ্ঞ চলছে। কেউ গরীবদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কেউ বা অভাবীদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিনামূল্যে সবজি বিতরণ করছেন। করোনার বিরুদ্ধে আমাদের লড়াই পরিচালনা করছে জনগণ।’

পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা নিয়ে মোদি বলেন, ‘মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজন।’

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯০ জন। এ নিয়ে আজ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জনে এবং মারা গেছেন ৮২৪ জন।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

11h ago