নড়াইলে আরও ৩ জনের করোনা শনাক্ত
নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী, লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ তিন জন করোনা আক্রান্ত হয়েছেন।
আজ রবিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। আজ তাদের রিপোর্ট পজিটিভ আসে। গতকাল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাঁতের টেকনিশিয়ান পজিটিভ শনাক্ত হন। এ ছাড়াও, গত ২১ এপ্রিল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসকসহ ২ স্টাফের রিপোর্ট পজিটিভ আসে।
ডাক্তার আব্দুল মোমেন বলেন, ‘নড়াইল জেলায় এ পর্যন্ত মোট ১০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে লোহাগড়া উপজেলায় ৯ জন এবং নড়াইল সদর উপজেলায় এক জন। ১০ জনের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন, অন্য নয় জনের অবস্থাও মোটামুটি ভাল। তাদের চিকিৎসা চলছে।’
Comments