করোনা: ঝিনাইদহে স্বাস্থ্য পরিদর্শকসহ নতুন শনাক্ত ৪
ঝিনাইদহে নতুন করে স্বাস্থ্য পরিদর্শকসহ আরও চার জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৪০টি নমুনার ফলাফলে চার জনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলার একজন, শৈলকূপার দুজন এবং হরিনাকুন্ডুর একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল কর্মকর্তা ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, অফিসিয়াল ভাবে আজ সোমবার সকালে আমাদের হাতে আরও ৪০টি নমুনার ফলাফল এসেছে। এরমধ্যে চারটা কোভিড-১৯ পজিটিভ এবং ৩৬টি নেগেটিভ।
তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৬৩টি নমুনার ফলাফল আমরা পেয়েছি। যার মধ্যে নেগেটিভ ১৫০টি এবং পজিটিভ ১৩টি। এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে। দয়া করে সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।’
ঝিনাইদহ জেলায় মোট ১৩ জন করোনা রোগীর মধ্যে সদরে চার জন, কালীগঞ্জে তিন জন, শৈলকূপায় তিন জন, মহেশপুরে একজন, কোটচাঁদপুরে একজন ও হরিণাকুন্ডুতে একজন রয়েছেন।
Comments