করোনাভাইরাস

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সুনামগঞ্জের ২ জন

স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সিলেট বিভাগে প্রথম একসঙ্গে দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ সোমবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। 

তিনি জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নারী ও এক পুরুষ সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন। সিলেটের ল্যাবে দুইবার করোনা পরীক্ষার পর ফল নেগেটিভ আসায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, সুস্থ হওয়া দুই জনের মধ্যে একজন নারী। তার বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলায়। অপরজন করোনা আক্রান্ত হওয়ার পর ঢাকা থেকে পালিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় আসা যুবক।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৫ জনকে শনাক্ত করা হয়েছে। এর বাইরে ঢাকা থেকে পালিয়ে আসা ওই যুবক রয়েছেন। মোট ১৬ জনের মধ্যে দুই জন সুস্থ হওয়ার পর এখন ১৪ জন করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন।

জেলায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দোয়ারাবাজারে একজন, সদরে দুই জন, দক্ষিণ সুনামগঞ্জে দুই জন, শাল্লায় তিন জন, জামালগঞ্জে দুই জন, জগন্নাথপুরে দুই জন, ছাতকে দুই জন ও দিরাইয়ে একজন।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago