তথ্য গোপন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শ্বশুর বাড়িতে

করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে টাঙ্গাইল থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে ধামরাইয়ে পাওয়া গেছে। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় তথ্য গোপন করে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। আজ সোমবার দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
Corona_Detect
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে টাঙ্গাইল থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে ধামরাইয়ে পাওয়া গেছে। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় তথ্য গোপন করে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। আজ সোমবার দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আক্রান্ত ব্যক্তির বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। তার বয়স ৪৬ বছর। তিনি রাজবাড়ী জেলায় চাকরি করেন। অসুস্থ বোধ করায় গত ২৩ এপ্রিল তিনি ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা জমা দিয়ে টাঙ্গাইলে চলে যান। এরপর জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি গোপন করে ২৫ এপ্রিল তিনি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন এলাকায় শ্বশুর বাড়িতে আসেন।’

‘ঢাকার জেলা প্রশাসন থেকে যোগাযোগ করে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়, টাঙ্গাইলের ওই ব্যক্তি চৌহাট এলাকায় শ্বশুড় বাড়িতে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে তাকে খুঁজে বের করা হয়’— বলেন দ্বীপক চন্দ্র সাহা।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, ‘প্রথমে ওই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তিনি স্বাস্থ্যবিধি কতটা মেনে চলবেন তা নিয়ে আমাদের সন্দেহ আছে। যে কারণে তাকে ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আমরা জানার চেষ্টা করছি, কত জন তার সংস্পর্শে এসেছিলেন।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ধামরাই উপজেলায় ১৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল রাতে পাওয়া রিপোর্টে দেখা গেছে, ২৭ বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।’

এ বিষয়ে জানতে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সামিউল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

5h ago