সীমান্তের ১ হাজার পরিবারের মাঝে বিদ্যানন্দের ত্রাণ বিতরণ করল বিজিবি
করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে চলমান সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন সীমান্তের মানুষ। এসব কর্মহীন হয়ে পড়া এক হাজার অসহায় পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট ১৫ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়ন।
আজ সোমবার দুপুরে বিজিবির ব্যবস্থাপনায় লালমনিরহাট ও কুড়িগ্রামের এক হাজার সীমান্তবর্তী পরিবারের মাঝে ওই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট লবণ এবং ১ প্যাকেট বিস্কুট দেওয়া হয়।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে দুর্গাপুর বাজার সংলগ্ন মাঠে ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়।
রংপুর বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল করিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রংপুর সেক্টরের অধীনে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় ৫০ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা অনুযায়ী ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে সীমান্তবাসীর মাঝে বিতরণ করছে বিজিবি।’
Comments