নড়াইলে আরও ৩ চিকিৎসক করোনা আক্রান্ত

নড়াইলে আরও তিনজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সাত চিকিৎসকসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তাদের মধ্যে এক যুবক সুস্থ হয়েছেন। অন্যরা নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।
রয়টার্স ফাইল ফটো

নড়াইলে আরও তিনজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সাত চিকিৎসকসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তাদের মধ্যে এক যুবক সুস্থ হয়েছেন। অন্যরা নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত চিকিৎসকদের মধ্যে নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুজন এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত নড়াইল সদর উপজেলায় তিন চিকিৎসকসহ চারজন, লোহাগড়া উপজেলায় নয় জনসহ জেলায় মোট ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। আক্রান্তদের শারীরিক অবস্থা এখনও পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বর্তমানে তারা সবাই বাড়িতে আইসোলেশনে আছেন।

লোহাগড়া উপজেলায় করোনা আক্রান্ত এক যুবক বর্তমানে সুস্থ বলে জানান তিনি।

Comments