ময়মনসিংহে করোনা আক্রান্ত ১০৮ জনের মধ্যে ৭৮ জন চিকিৎসাকর্মী

Corona_Detect
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মধ্যে করোনা আক্তান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত জেলায় শনাক্ত ১০৮ জনের মধ্যে ৭৮ জনই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আট জন চিকিৎসক, তিন জন নার্স এবং তিন জন স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট রয়েছেন। বাকি তিনজন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মচারী বলে জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২০ জন ডাক্তার, ১৩ জন নার্স ও ২৯ জন স্বাস্থ্যকর্মী এবং গফরগাঁও, মুক্তাগাছা ও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আট জন ডাক্তার করোনা আক্তান্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় তিন জন করোনা রোগী মারা গেছেন বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Tajia procession marks holy Ashura in Dhaka amid tight security

Crowds began gathering at the site from the early hours, with many attending alongside their families and children

2h ago