কুমিল্লায় ৩ জন করোনামুক্ত

কুমিল্লার বুড়িচংয়ের জিয়াপুর গ্রামের করোনা আক্রান্ত তিন জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মীর হোসেন মিঠু বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের করোনা আক্রান্ত তিন জনই এখন করোনামুক্ত। পরপর দুইবার তাদের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। এখন আমরা আশার আলো দেখছি। যা আমাদের মনোবলকে সুদৃঢ় করবে।’

কুমিল্লার সিভিল সার্জন মো নেয়াতুজ্জামান জানান, বুড়িচং উপজেলায় তিন জন করোনামুক্ত হয়েছেন। এর আগে তিতাস উপজেলায়ও দুই জন করোনামুক্ত হন।

করোনামুক্ত হওয়া ওই তিন জন একই পরিবারের সদস্য। ইতোপূর্বে ওই পরিবারের একজন মারা গেছেন। তার নমুনা পরীক্ষা পজিটিভ এসেছিল। তারা ঢাকা থেকে কুমিল্লায় আসায় পুরো পরিবারকে লকডাউন করেছিল উপজেলা প্রশাসন।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

18h ago