জকিগঞ্জের চালকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে মামলা, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
সিলেটের জকিগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ছিনিয়ে নেওয়া চাল মূলত আত্মসাতের উদ্দেশ্যেই কালীগঞ্জ বাজারে নিয়ে যাওয় হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে খাদ্য অধিদপ্তর। আজ সোমবার এ ঘটনার তদন্ত করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুর রউফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অধিদপ্তর।
গতকাল রাতে জকিগঞ্জ থানায় একজন মিল মালিক, তিনজন ওএমএস ডিলার, ট্রাক চালক ও তার সহকারী এবং দুজন লুটপাটে অংশগ্রহনকারীসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমানা আফরোজ।
জকিগঞ্জে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমানা আফরোজ বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিল মালিকের সঙ্গে যোগসাজশ করে ডিলাররা চাল আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে আসে। কারণ তারা খাদ্য নিয়ন্ত্রক বা উপজেলা প্রশাসনসহ কোনো কর্তৃপক্ষকে কিছুই জানাননি। তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও চাল ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদেরও আসামি করা হয়েছে।’
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের বলেন, ‘মামলায় নাম উল্লেখ করা আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে এবং আত্মসাতের উদ্দেশ্য ও ছিনিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করা হবে।’
সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরী বলেন, ‘তদন্ত কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এর সঙ্গে মিলার বা ডিলার যেই জড়িত হোক, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:
Comments