রৌমারীতে মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের খাবার দিচ্ছেন এক মুক্তিযোদ্ধা ও এক নৈশপ্রহরী
করোনা পরিস্থিতিতে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মানুষগুলো চরম খাদ্য সংকটে পড়েছেন। তাদের মুখে খাবার তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও রৌমারী উপজেলার কর্তিমারী হাট-বাজারের নৈশপ্রহরী আজাহার আলী।
করোনার প্রভাবে বাজারের হোটেল-রেস্তোরাসহ সব খাবারের দোকান বন্ধ থাকায় তারা খাবার খেতে পায় না। এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে তাদেরকে এক বেলা খাবারের ব্যবস্থা করেন নুরুল ইসলাম ও আজাহার আলী।
কর্তিমারী বাজারের নৈশপ্রহরী আজাহার আলী জানান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আর্থিক সহায়তায় তিনি প্রতিদিন রান্না করা খাবার বাজারে থাকা পাগলদের মাঝে বিতরণ করেন। করোনাকালে নিজে এ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
তিনি বলেন, ‘কর্তিমারী বাজারে সব সময় আট থেকে ১০ জন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে থাকে। গত ১৪ এপ্রিল থেকে বাজারে থাকা এসব ভবঘুরেদের মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে।’
মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, ‘করোনাকালে ভবঘুরে মানুষগুলো যে কতটা মানবেতর জীবনযাপন করছেন, তা চোখে না দেখলে বোঝার উপায় নেই। তাই সাধ্যমত চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর। করোনার প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ খাদ্য সহায়তা চলবে।’
Comments