করোনা: আক্রান্ত ৩০ লাখ, মৃত্যু ২ লাখ ১১ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় নয় লাখ মানুষ।
ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় নয় লাখ মানুষ।

আজ মঙ্গলবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৪১ হাজার ৫৫০ জন এবং মারা গেছেন ২ লাখ ১১ হাজার ১৫৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৪ হাজার ৭৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫৬ হাজার ২৪৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫০৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ২৩ হাজার ৫২১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৮৩২ জন।

যুক্তরাষ্ট্রে পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের আরেক দেশ ইতালিতে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬ হাজার ৯৭৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৪১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৬২৪ জন।

এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৯৬৪ জন, মারা গেছেন ২৩ হাজার ৩২৭ জন এবং সুস্থ হয়েছেন ৪৬ হাজার ২৯৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন, মারা গেছেন ৬ হাজার ১২৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৫০০ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৮ জন, মারা গেছেন ২১ হাজার ১৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৮০৭ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৪৭২ জন, মারা গেছেন ৫ হাজার ৮০৬ জন এবং সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯৩৩ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ২৬১ জন, মারা গেছেন ২ হাজার ৯০০ জন এবং সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৭৯১ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৩৮ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৭৪ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৯১৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১৫২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৩১ জন।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

Now