কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

নৈশপ্রহরী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
Jaipurhat_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

নৈশপ্রহরী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাতে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। রাতে আমাদের হাতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে— কালাই ও ক্ষেতলাল উপজেলায় আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের একজন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী। পাশাপাশি তিনি ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করতেন। তাই হাসপাতালের সবারই আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে জয়পুরহাটে ১৯ জন করোনায় আক্রান্ত হলেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহিদ আকন্দ বলেন, ‘গতকাল রাত থেকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ আছে। নৈশপ্রহরী ও তার ভগ্নিপতির বাড়ি একই এলাকায়। পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি তার ভগ্নিপতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন।

Comments