শীর্ষ খবর

শরীয়তপুরে ৮ বছরের শিশু করোনায় আক্রান্ত

শরীয়তপুরের সদর উপজেলায় আট বছর বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ এ তথ্য জানিয়েছেন।
Corona_Detect
স্টার অনলাইন গ্রাফিক্স

শরীয়তপুরের সদর উপজেলায় আট বছর বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আব্দুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী, উপজেলার চিতলিয়া ইউনিয়নের টুমচর গ্রামের আট বছর বয়সী এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। সে তার পরিবারের সাথেই থাক বসবাস করে।’

‘গত ১৩ এপ্রিল তার চাচার পরিবারের তিন জন করোনায় আক্রান্ত হওয়ায় বিষয়টি আমরা জানতে পেরেছিলাম। ধারণা করা হচ্ছে, তাদের সংস্পর্শে এসেই শিশুটি আক্রান্ত হয়েছে। যেহেতু তার কোনো উপসর্গ এখনো দেখা যায়নি, তাই বাড়িতে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হবে’— বলেন ডা. রশিদ।

শরীয়তপুরে এ পর্যন্ত ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

5h ago