যশোরে খাবারের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ

যশোরে লকডাউনের মধ্যেই খাবারের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেছেন কয়েক শ নারী-পুরুষ-শিশু।
আজ মঙ্গলবার দুপুরে যশোর-ঢাকা মহাসড়কের দুই জায়গায় অবস্থান নেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কটির বাহাদুরপুর বাজারে অবস্থান নেন শ দুয়েকের মতো নারী, পুরুষ ও শিশু। খাদ্যের দাবিতে অবস্থান এন মানুষদের মাঝে কয়েকজনকে ত্রাণের দাবিতে স্লোগান দিতেও দেখা যায়।
সড়কে অবস্থান নেওয়া আলেয়া খাতুন জানান, এক মাসেরও বেশি সময় তারা ঘরবন্দি। কোনো কাজকর্ম নেই। অথচ তারা এখনো পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সহায়তা পাননি। সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটছে তাদের।
বিক্ষোভকারীরা জানান, তারা প্রায় সবাই রোজা রেখেছেন। কিন্তু সেহরি বা ইফতার করার মতো কিছু তাদের ঘরে নেই। বয়স্ক মানুষেরা দু-একদিন না খেয়ে থাকতে পারে। কিন্তু, বাচ্চারা তো না খেয়ে মারা যাবে!
রহিমা খাতুন নামে এক নারী জানান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তারা খাদ্য সহায়তা চেয়েছিলেন। কিন্তু, তাদের নিরাশ হতে হয়েছে। স্থানীয় ইউপি মেম্বারও জানিয়ে দিয়েছেন, তার কাছে যে ত্রাণ এসেছিল, তা বণ্টন করা হয়ে গেছে। উপায়ান্তর না পেয়ে তারা সড়কে নামেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনা ও পুলিশ সদস্য ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) কেএম আবু নওশাদ। আরডিসি সড়কে অবস্থান নেওয়া নারী-পুরুষের কথা শুনে দ্রুত তাদের তালিকা করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন।
তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরে তার আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক থেকে চলে যান।
Comments