বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
বরিশাল জেলায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান,
আজ মঙ্গলবার সকাল পৌণে ৮টার দিকে ভোলা সদর উপজেলার ৩০ বছর বয়সী একজন করোনা আইসোলেশন ইউনিটে মারা যান। সোমবার বিকেলে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এছাড়া পটুয়াখালী সদর উপজেলা থেকে আসা গাইনী ওয়ার্ডের এক রোগীর জ্বর শ্বাসকষ্টসহ জ্বর দেখা দিলে তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। সকাল ১০টায় ওই রোগীর মৃত্যু হয়।
তিনি জানান, তাদের নমুনা পরীক্ষার ফল এলে জানা যাবে তাদের করোনা ছিল কি না।
স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগে মোট করোনায় আক্রান্ত আছেন ১০৭ জন। এর মধ্যে ১১ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের মধ্যে ৩৭ জন বরিশালে, পটুয়াখালীতে ২৩ জন, ভোলায় ২ জন, পিরোজপুরে ৮ জন, বরগুনায় ৩০ জন ও ঝালকাঠীতে ৭ জন রোগী রয়েছে। করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১০ জন ডাক্তার, ৪ জন নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৮ জন।
চিকিৎসা নিতে এসে তথ্য গোপন করায় চিকিৎসক ও নার্সদের আক্রান্তের হার বাড়ছে বলে জানান তিনি।
Comments