মাদারীপুরে আরও ২ জনের করোনা শনাক্ত
মাদারীপুরের শিবচর ও রাজৈর উপজেলায় আরও দুই জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আক্রান্ত দুজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। তাদের মধ্যে শিবচরে ১৯, রাজৈরে ৬, সদর উপজেলায় ৬ ও কালকিনিতে একজন আক্রান্ত হয়েছে। মারা গেছেন দুজন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। বাকিরা ঢাকা ও মাদারীপুরে চিকিৎসা নিচ্ছেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, করোনা আক্রান্ত নারীর বয়স ৫৫ বছর। সম্প্রতি তিনি মুন্সীগঞ্জ থেকে শিবচরে তার ছেলের বাড়িতে আসেন। আসার দুই-তিন দিন পরেই ওই নারী জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত হন। খবর পেয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিরা তাকে হোম কোয়ারেন্টিনে রেখে ২৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠায়। গতরাতে তার পরীক্ষার ফল পজিটিভ এলে আজ দুপুরে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠায়। এছাড়াও তার পরিবারের আরো ১০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।
আক্রান্তের বাড়িসহ আশেপাশের ৫০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
এদিকে, জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের একটি গ্রামে ২২ বছর বয়সী এক তরুণ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৪ এপ্রিল ঢাকা থেকে গ্রামের
বাড়িতে আসেন তিনি। উপসর্গ না থাকলেও ঢাকা থেকে ফেরার কারণে গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হলে আজ সকালে তার পরীক্ষার ফল পজিটিভ আসে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল বলেন,‘রাজৈরের বাজিতপুর ইউনিয়নেই পাঁচ জন করোনায় আক্রান্ত এছাড়াও খালিয়া ইউনিয়নে একজন আক্রান্ত হয়েছেন। এখানে যারা আক্রান্ত হচ্ছেন তাদের উপসর্গ দেখা যাচ্ছে না। নতুন যে তরুণ আক্রান্ত হয়েছেন তারও কোন উপসর্গ নেই। এটি আমাদের কাছে চিন্তার ও উদ্বেগের বিষয়।’
Comments