নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থীরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

গত বছর আত্মসমর্পণ করা নাটোরের ২৩ চরমপন্থীর প্রত্যেককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নাটোরের জেলা পুলিশ লাইনস মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়।

গত বছর আত্মসমর্পণ করা নাটোরের ২৩ চরমপন্থীর প্রত্যেককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নাটোরের জেলা পুলিশ লাইনস মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্থানীয় সংসদ সদস্যসহ জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আত্মসমর্পণকারী চরমপন্থীদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আর্থিক অনুদান প্রদান করা হলো।

উল্লেখ্য, ওই চরমপন্থীরা গত বছর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago