পিরোজপুরের করোনা আক্রান্ত যুবক ঢাকায়
পিরোজপুর সদর উপজেলায় ঢাকাফেরত এক যুবকের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। তবে গতকাল সোমবার পরীক্ষার প্রতিবেদন পৌঁছানোর আগেই আক্রান্ত ওই যুবক পালিয়ে ঢাকায় চলে যান বলে জানিয়েছেন পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী।
তিনি জানান, ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন ওই যুবক। গত ২২ এপ্রিল তারা ২৮ বছর বয়সী যুবকের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন। তবে পরের দিন সে গোপনে ঢাকায় চলে যায়। এরপর সোমবার পাওয়া প্রতিবেদনে জানা যায় তার কোভিড-১৯ পজিটিভ।
বিষয়টি জানার পর তারা ওই যুবকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছেন বলে জানান শিশির রঞ্জন।
তিনি বলেন, বর্তমানে ওই যুবক সেখানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া তারা বিষয়টি আশুলিয়ার পোশাক কারাখানা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
ওই যুবক এখনও কাজে যোগ দেননি বলেও জানিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
আক্রান্ত যুবকের গ্রামের বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ৯ এপ্রিল ঢাকা থেকে পিরোজপুরে ফিরে ওই যুবক হোম কোয়রেন্টিনে ছিলেন। এরপর সে ২৩ এপ্রিল পুনরায় ঢাকায় ফিরে যায়। তবে সে করোনা আক্রান্ত জানার পরই তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপারকে জানিয়েছেন এবং পুলিশ সেখানে ওই যুবকের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছে বলেও জানান তিনি।
Comments