নাটোরে করোনায় আক্রান্ত ৮ জন
নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট জন। এদের মধ্যে ছয় জন পুরুষ এবং দুই জন নারী। গতকাল মঙ্গলবার রাতে আইইডিসিআর থেকে ইমেইলে নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমানকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‘গত ২২ ও ২৩ এপ্রিল পাঠানো নমুনাগুলো পরীক্ষা করে আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।’
তিনি বলেন, ‘আইইডিসিআর থেকে এ তথ্য আমাদের জানানো হয়েছে। গতকাল পর্যন্ত নাটোরে কেউ করোনায় আক্রান্ত হওয়ার কোনো খবর ছিল না। আজ হঠাৎ করে আট জনের করোনা আক্রান্ত হওয়ার খবর এলো।’
আক্রান্তদের মধ্যে সিংড়া উপজেলার রয়েছেন পাঁচ জন, গুরুদাসপুরে দুই জন এবং নাটোর সদর উপজেলায় একজন।
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ বলেন, ‘আক্রান্তদের নাম-ঠিকানা পাওয়ার পরই তাদের বাড়ি লকডাউন করা হবে।’
নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, ‘করোনা প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছি আমরা। আক্রান্তদের নাম-ঠিকানা পাওয়ার পরপরই পরবর্তী কার্যক্রম শুরু হবে।’
হঠাৎ করে আট জন করোনায় আক্রান্তের খবরে সাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আক্রান্তরা নিয়ম মেনে আইসোলোশনে ছিলেন, নাকি আরও অনেক মানুষকে আক্রান্ত করেছেন, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন স্থানীয়রা।
Comments