ময়মনসিংহে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামে আব্দুল মন্নাফের ছেলে নাজমুল হক ৮০ শতাংশ জমিতে পাবদা, শিং ও দেশি প্রজাতির মাছ চাষ করেন। গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে নাজমুল হকের ছোট ভাই আবু বক্কর ছিদ্দিক তারাবির নামাজ শেষে মাছের খাবার দিতে গিয়ে দেখেন, পুকুরের মাছ মরে পানিতে ভাসতে শুরু করেছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের। তিনি বলেন, ‘পুকুরে বিষ প্রয়োগের সত্যতা পাওয়া গেছে এবং পুকুর এলাকা থেকে বিষের দুইটি খালি বোতলও উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নাজমুল হক দৈনিক আমাদের সময় পত্রিকার তারাকান্দা উপজেলা প্রতিনিধি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিষ প্রয়োগকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
Comments