চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী নমুনা সংগ্রহের কাজ করতে গিয়ে নিজেই এখন করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার বিকালে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করা হয়। সেখানে বলা হয়, যেহেতু হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, সেই কারণে হাসপাতাল ও আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই সবাইকে ঘরে থেকে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানানো হচ্ছে। সেসময় হাসপাতালে যেতেও নিরুৎসাহিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর হাসপাতাল ও সব কোয়াটার লকডাউন করে দেওয়া হয়েছে। একইসঙ্গে সবাইকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা নিতে সবাইকে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।’
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমান বলেন, ‘আমরা সবাই এখন হোম কোয়ারেন্টিনে রয়েছি। যিনি আক্রান্ত তার সংস্পর্শের বাইরে যারা ছিলেন, শুধু তারা জরুরি বিভাগে দায়িত্ব পালন করবেন। মোবাইল নম্বর দেওয়া আছে। সবাইকে ফোনে জরুরি স্বাস্থ্যসেবা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, গতকাল চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। যদিও তার মধ্যে করোনার উপসর্গগুলো নেই। তিনি নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। এ নিয়ে চাটমোহরে তিন জনের করোনা পজিটিভ এসেছে।
Comments