রাজধানীর নতুন বাজারে ফার্মেসিতে ওষুধ কিনতে এসে একজনের মৃত্যু

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় ফার্মেসিতে ওষুধ কিনতে এসে মাথা ঘুরে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
body recov
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় ফার্মেসিতে ওষুধ কিনতে এসে মাথা ঘুরে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভাটারা থানার উপপরিদর্শক এজাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একজন চিকিৎসক ওই ব্যক্তিকে পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।’

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, ‘মৃত ব্যক্তির নাম আব্দুর রশীদ (৪৫)। তিনি হার্টের রোগী ছিলেন। সকালে মোহাম্মদপুরে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে এসে তিনি নতুন বাজারের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান। সেখানে বিক্রেতাকে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখিয়ে ওষুধের দাম জিজ্ঞেস করেই মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিক তার মৃত্যু হয়।’

ওই ফার্মেসি থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ আব্দুর রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আওছাবুর রহমান নামে মৃত ব্যক্তির একজন সহকর্মী দ্য ডেইলি স্টারকে জানান, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আব্দুর রশীদ গত এক বছর ধরে রাজধানীর একটি নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠানে কাজ করে আসছিলেন।

Comments

The Daily Star  | English
Govt buckles up

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

42m ago