টাঙ্গাইলে করোনায় আক্রান্ত দুই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত দুই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। গত ১৫ দিন তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন।
তারা জানান, দুজনেই ঢাকায় চাকরি করতেন। নমুনা সংগ্রহ করার গত ১৪ এপ্রিল তাদের করোনা পজিটিভ বলে জানানো হয়। পরে ১৫ এপ্রিল থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা আক্রান্তদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চললে দ্রুত এই ভাইরাস থেকে সুস্থ হওয়া যায়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শফিকুল ইসলাম সজীব বলেন, ‘এখানে চিকিৎসা নিয়ে হাসপাতালের করোনা ইউনিট থেকে ভাইরাস আক্রান্ত দুই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এতে আমরা চিকিৎসায় উৎসাহ পাচ্ছি।’
Comments