করোনা উপসর্গ নিয়ে সিএমপির ৬ পুলিশ সদস্য ফিল্ড হাসপাতালে ভর্তি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় সদস্যকে চিকিৎসার জন্য করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নির্মিত সীতাকুণ্ডের ফিল্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের জ্বর, সর্দি ও কাশি থাকার কথা নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক।
আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।
গতকাল নগরীর দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে তাদের সেখানে পাঠানো হয়। তারা দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালের ফ্লু কর্ণারে চিকিৎসাধীন ছিলেন বলে জানান এডিসি আবু বক্কর।
বর্তমানে ছয় সদস্য সুস্থ আছেন বলেও জানান এডিসি।
গত সোমবার অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগমের নেতৃত্বে সিএমপির একটি টিম চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন।
উল্লেখ্য, এ পর্যন্ত সিএমপির আট সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের অধিকাংশ ট্রাফিক পুলিশ সদস্য।
Comments