পরিস্থিতি স্বাভাবিক হলে আগে ঘরোয়া ক্রিকেট চান তামিম

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক ক্রিকেট নয়, প্রথমে চালু করতে হবে ঘরোয়া ক্রিকেট।
Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাসের কারণে সবকিছুর মতো অনেকদিন থেকেই থমকে আছে ক্রীড়াঙ্গন। ক্রিকেটে যেমন স্থগিত হচ্ছে একের পর এক সিরিজ। শঙ্কা আছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। আন্তর্জাতিক সূচিতে এরই মধ্যে লেগে গেছে বড় জট। লকডাউন অবস্থা কাটলেই তাই শুরু হতে পারে টানা ব্যস্ততা। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক ক্রিকেট নয়, প্রথমে চালু করতে হবে ঘরোয়া ক্রিকেট।

বুধবার রাতে দ্য ডেইলি স্টারের সঙ্গে সরাসরি অনলাইন আলাপনে যোগ দেন তামিম। ক্রীড়া প্রতিবেদক মাজহার উদ্দীনের সঞ্চালনায় তামিম দুটি বিষয় মাথায় রেখে ঘরোয়া ক্রিকেট আগে শুরুর পক্ষে মত দিয়েছেন।

টানা খেলায় অভ্যস্ত থাকা ক্রিকেটাররা অনেকদিন থেকেই খেলা, অনুশীলন সবকিছু ছাড়াই বাড়িতে বসে আছেন। তামিমের মতে, হুট করেই তাই আন্তর্জাতিক ক্রিকেটে নামা ঠিক হবে না, ‘পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে, আমি চাই ঘরোয়া ক্রিকেটটা আগে শুরু হোক। আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে সব দেশেরই ঘরোয়া ক্রিকেটটা আগে দরকার।’

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। লিস্ট-এ ফরম্যাটে দেশের একমাত্র আসরটি স্থগিত হয়ে গেছে অনির্দিষ্ট সময়ের জন্য। বর্ষা মৌসুম আর আগামী ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় নিলে টুর্নামেন্টটির এবারের আসর রয়েছে অনেকটাই অনিশ্চয়তায় ঘেরা।

ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের বেশিরভাগ স্থানীয় ক্রিকেটারের আয়ের একমাত্র উৎস। এসব ক্রিকেটারের কথা ভেবেও আগে ঘরোয়া ক্রিকেট চাওয়া তামিমের, ‘আপনারা জানেন, আমাদের দেশের বেশিরভাগ ক্রিকেটারের রুটি-রুজির ক্ষেত্র প্রিমিয়ার লিগ। কাজেই আমি চাইব, যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, আগে যেন প্রিমিয়ার লিগটা শুরু হয়।’

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

2h ago