সুবর্ণচরে চাল দেওয়ায় অনিয়ম, একজনের ডিলারশিপ বাতিল

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচরে ওএমএস’র চাল দেওয়ায় অনিয়মের অভিযোগে একজনের ডিলারশিপ বাতিল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে চালের ডিলার মো. ইউনুছের ডিলারশিপ বাতিল করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ইবনুল হাসান ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ‘চালের ডিলার ইউনুছ দীর্ঘদিন ধরে প্রকৃত সুবিধাভোগীদের কাছে চাল বিক্রি না করে, ভুয়া নামধারীদের কাছে বেশি দামে চাল বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ আছে। তাই তার ডিলারশিপ বাতিল করে জরিমানা করা হয়েছে।’

তার পরিবর্তে শিগগির নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান ইউএনও।

Comments