নেইমারের পেছনে প্রতি ম্যাচে পিএসজির খরচ প্রায় ১৩ কোটি টাকা

ফরাসী লিগ ওয়ানে অনেক বছর থেকেই একক প্রাধান্য বিস্তার করে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতায় সাফল্য নেই। তাই অধরা চ্যাম্পিয়ন্স লিগ ছুঁয়ে দেখতে বছর তিনেক আগে ট্রান্সফার মার্কেটে বিশ্ব রেকর্ড গড়েই নেইমারকে বার্সেলোনা থেকে কিনে আনে তারা। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি ক্লাবটির। কারণ ফরাসী ক্লাবটি যোগ দেওয়ার পর থেকে চোট কিংবা নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকতে লম্বা সময়।
neymar
ছবি: এএফপি

ফরাসী লিগ ওয়ানে অনেক বছর থেকেই একক প্রাধান্য বিস্তার করে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু ইউরোপিয়ান প্রতিযোগিতায় সাফল্য নেই। তাই অধরা চ্যাম্পিয়ন্স লিগ ছুঁয়ে দেখতে বছর তিনেক আগে ট্রান্সফার মার্কেটে বিশ্ব রেকর্ড গড়েই নেইমারকে বার্সেলোনা থেকে কিনে আনে তারা। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি ক্লাবটির। কারণ ফরাসী ক্লাবটি যোগ দেওয়ার পর থেকে চোট কিংবা নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকতে লম্বা সময়।

২০১৭ সালের গ্রীষ্মে রিলিজ ক্লজের পুরো ২২২ মিলিয়ন ইউরো প্রদান করে বার্সেলোনা থেকে পার্ক ডু প্রিন্সেসে নিয়ে আসেন নেইমারকে। কিন্তু প্যারিসের ক্লাবটি যোগ দেওয়ার পর থেকেই ইনজুরিতে পড়তে থাকেন তিনি। পাশাপাশি বেশ কয়েকবার নিষিদ্ধও হন। সবমিলিয়ে মোট ৩৭২ দিন ছিলেন মাঠের বাইরে। সবমিলিয়ে ম্যাচ মিস করেছেন ৬২টি। এর মধ্যে অবশ্য ৩টি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। মাঠে ছিলেন মাত্র ৮০টি ম্যাচে।

আর বর্তমানে তো করোনাভাইরাসের কারণে লম্বা সময়ের জন্য মাঠে খেলা নেই। যে কারণে লিগ ওয়ান বাতিলই হয়ে গেছে। দুদিনই আগেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামার সম্ভাবনা নেই। এরমধ্যেই আবার গুঞ্জন উঠেছে ফের বার্সেলোনায় ফিরে যাচ্ছেন নেইমার। যদিও গত মৌসুম থেকেই স্পেনে ফিরতে চাইছেন এ ব্রাজিলিয়ান।

ফলে নেইমারের পেছনে পিএসজির ব্যয়টা বিশাল অঙ্কেরই। বার্সেলোনা থেকে আনার খরচের পাশাপাশি বেতন বাবদ প্রতি বছরে ৩৭ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি। সে হিসাবে ম্যাচে প্রতি নেইমারের পেছনে খরচ ১৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১২ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ তার খেলা ৮০ ম্যাচে নিয়েছেন ১১১ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৩ কোটি টাকা।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago